ভদ্দরলোকে নাম দিয়েছেন পরিযায়ী

সুশান্ত পাল

সুদেশ বাগ হাঁটছে

সৈরাফ আলি হাঁটছে 

কোল কাঁধে লজবন্তী

ফিরছে ফিরছে ফিরছে

হাঁটছে হাঁটছে হাঁটছে

বুকের দুধ শুকিয়ে কাঠ 

তবু হাঁটছে

হাঁটছে ঘুমিয়ে পড়ছে

পিষে যাচ্ছে

তবু হাঁটছে 

হাঁটছে হাঁটছে হাঁটছে

বাবুর দেশে মারি আনছে

ফিরছে ফিরছে ফিরছে

আঁধার আঁধারে ফিরছে

ছুটছে ছুটছে ছুটছে

হাজার কিমি ছুটছে

আকাশে অস্ত্র শানছে

বোমারু বুঝি আসছে

এখানে আপনার মন্তব্য রেখে যান