“রবীন্দ্রনাথ’ গানটা ২০১৪ এর শুরুর দিকে লেখা। আমার মনে হতো আমরা আমাদের বা বন্ধুদের জন্মদিনে কিছু গিফট বা কিছু বানিয়ে দিয়ে থাকি। রবীন্দ্রনাথের জন্মদিনে কেন তারই সৃষ্টি দেবো? নতুন কিছু করা যায়না? তারপর একটা রবীন্দ্রজয়ন্তী সন্ধ্যায় গেয়েছিলাম। ওই বয়সের মনন থেকে দেখা রবীন্দ্রনাথ এর প্রতি ধারণা ছিল শিশুসুলভ — গানটার কথাগুলোও তেমনিই। তারপর বহুদিন পড়েছিল গানটা। এই বছর ২০২০ এর বাইশে শ্রাবণে হঠাৎ ইচ্ছা হলো প্রকাশ করার। তৈরি করে ফেললাম অতীতের ডায়েরি খুলে। ভাবলাম কথাগুলো পরিণত করে বদলে লিখি — কিন্তু মনে হলো থাক, সারল্যটাই থাক।” — নীলাব্জ নিয়োগী
Youtube link: https://youtu.be/5hWE1qVNmZA