ডিম = বোমা

রংচঙে বিশ্বায়ন যাদের কথা ভাবেনি অরিন্দমের ছবি তাদের নিয়ে। সংখ্যাগরিষ্ঠ নয় তারাই ভারতবর্ষ। Swiggy Zomato-র বিপরীতে ক্ষুধার্ত নিঃস্ব ভারতবর্ষ। যাদের হাঁড়িতে আনুগত্যের পুরস্কারে রাষ্ট্রের চাল ফোটে। শিশুদের পুষ্টি ভরে আয়রন ট্যাবলেট। দু টাকার টিকিট ক্ষেত্র বিশেষে হয়ে ওঠে আরোগ্যের অবিকল্প ঠিকানা। মাথার ছাদ খেয়ে ফেলে পরিষেবা প্রাপ্তির যোগ্যতা পার্সেন্টেজ; খাজনার অধুনা রূপ বাঁটোয়ারা। হাত পাততে পাততে কবে যে ওদের নদী পাহাড় অরণ্য আকাশ চুরি হয়ে গেছে। বাঁধ বেদান্ত জিন্দাল রাফাল বুঝতে বুঝতে দেশটাও চুরি হয়ে গেছে। কর্পোরেট নামের মহাপ্রভু একটা রেপ্লিকা সামনে রেখে দিয়েছেন। তাই ওরা যা চায় তা পায় না অথবা একনাগাড়ে শোনে ঘুম পাড়ানিয়া গান। শত্রু এল দেশে। কাজ চায় বিপিএল নাম পায়। শিক্ষা চায় জাতপাত পায়। জনস্বাস্থ্যে শক্তপোক্ত আবগারি কাঠামো। নাকের বদলে নরুন পাওয়ার চিরাচরিত বাস্তবতায় অরিন্দম বুঝলেন ডিম এক্ষেত্রেও রূপান্তর হয়েছে বোমায়। রাষ্ট্রের ইমিউনিটি যে বোমা।

২৬ মিনিট ০৫ সেকেন্ডের লকডাউন সাক্ষীচিত্র ‘ডিম = বোমা’। আসুন এই সময়টা হাতে করে আমরা ছবির মুখোমুখি বসি। বাদ বিসংবাদে জড়াই। অন্তত সহমত হই ‘মুছে’ যাক্ ‘শক্তির বিস্ময়’। কোনো ম্যাজিক নয়,আমাদের সম্মিলিত অবস্থান হয়তো অরিন্দমের উত্তর-চিত্রের ভূমিকা নির্ধারণ করবে। নাম হতে পারে তার বোমা=প্রতিরোধ।

আসুন দেখি অরিন্দম সাহা সরদার-এর লকডাউন সাক্ষীচিত্র — ডিম = বোমা

ইউ-টিউব লিঙ্ক : https://youtu.be/TKfm3RAmNAA

এখানে আপনার মন্তব্য রেখে যান