অধর

সৌম্যদ্বীপ চক্রবর্তী

ছড়িয়ে ছিটিয়ে থাকা এঁটোকাঁটা গুলো 

কোড়াতে কোড়াতে তার বেলা গড়িয়ে যায়।

তাই সক্কাল সক্কাল স্নানের জল তুলে রাখে 

সে, রাস্তার ধারে টাইম কলটার পাশে, 

গামছা চাপা দিয়ে।

বেলা বাড়ার সাথে সাথে গামছাটা জলে 

নেমে যায়। কিছুটা পরিষ্কার জল উঠে আসে 

গামছাটার ওপর।

একটা কাক ওই জল টুকুতেই বারবার মুখ

দিয়ে উড়ে যাচ্ছে।

ঠোঁট ঘষছে গায়ে

এখানে আপনার মন্তব্য রেখে যান