ওরা কুর্দিশ। আজও জানে না স্বদেশের ঠিকানা। খুঁজে চলেছে। বাসভূমি সীমানা মানচিত্র। স্থিতি। উৎখাত হয়ে চলেছে। একমাত্র স্মৃতি যা, মরে যায়নি। স্বপ্ন-বিশ্বাসের অতীত উন্মূল অবসাদে ওদের সম্বল। শূন্য বুকে উঠে আসে আহমেদো…। প্রস্থানের পূর্বে যাঁকে ঘিরে ছিল উপাসনা। নৈঃশব্দ্য। প্রেম। নিসর্গ। তুর্কি রাষ্ট্রের ঘোষণায় ওরা অনুপ্রবেশকারী। কোথায় যে হারিয়ে গেল আহমেদো…। অন্তহীন প্রতীক্ষায় নারী। ফিরে আসবে তার পুরুষ। তার জনক। একদিন পেয়ে যাবে সে বাসভূমি। তার দেশ।
আহমেদো…। হতে পারে আপনার আশ্রয়। আপনি দেশহীন। অনিকেত বিষণ্ন খোঁয়ারির বাসিন্দা। অপ্রেসন। ডিপ্রেসন। জিজ্ঞাসাবাদ। নাগরিক অনুশাসন। কালো পিঁপড়ের সারি খাবার মুখে হাঁটছে এক দেশ থেকে আরেক দেশে। উৎপাদনে ক্লান্ত রমণের শক্তি। তবু আবারো রমণ। তারপর একদিন দেখলাম জিভের ডগায় বলকানো শীৎকার অথচ আপাদমস্তক অনড় শীতল। মোবিয়াস। খুঁজে চলেছি শেকড়। আহমেদো…পৌঁছে দিতে পারে সূর্যাস্তের কথামালায়।
অভিক্ষেপ-এ আজ আয়নুর দোগেন। কন্ঠে কুর্দিশ ভাষায় “আহমেদো…”। কথা ভূগোলের দূরত্ব সরিয়ে এ গান আমরা শুনতে পারি। শূন্যতার রং ও ভাষা বোধহয় এক। নীরক্ত ক্লীবতার যেমন। কখনও কখনও নীরব হতে হয় আহমেদো…
ইউ-টিউব লিঙ্ক : https://youtu.be/3NbrROkmBv0