রণজিৎ অধিকারী
বিকেলের ওই করুণ রিকশাওয়ালার মুখের দিকে তাকানো যায় না।
কী থেকে কী হয়ে যায়!
কোন দোষের ভার এখন বইব আমরা!
ওই পাথরের মতো মুখ দেখে
এই বিকেলের অবশিষ্ট পথ আর চলতে চায় না পা ;
ভাবছি— কবিতার কাছেই গিয়ে নুয়ে পড়ব কিনা কিংবা
অর্থেরও নীতি আছে স্থির জেনে কিছু বই নেড়েচেড়ে দেখব!
সামাজিক চয়নের তত্ত্ব— বাজার থেকে নিজের পছন্দ
কিনে নেবার অধিকার, দারিদ্র্য ঘোচানোর সহজ পথ— এই নিয়ে
আরো কিছু আশাপ্রদ বই…। তবু কিছুতেই
আশা হারানো পাথরপ্রতিম সেই মুখটিকে সরানো গেল না;
ভাবি— দিনের শেষের হেরে যাওয়া ওই রিকশাওয়ালা
তখন কোন চয়নের কথা ভাবছিল?